বাংলাদেশের খবর

আপডেট : ১৮ মার্চ ২০১৯

শেষ চারে উলভারহ্যাম্পটন

ম্যানইউর জালে প্রথম বল জড়ানোর পর উলভারহ্যাম্পটনের জিমিনেজের উল্লাস ছবি : মেইল অনলাইন


এফএ কাপে চমক দেখাল উলভারহ্যাম্পটন। কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে দলটি হারিয়েছে শক্তিশালী ম্যানচেস্টার ইউনাইটেডকে। ২-১ গোলের জয়ে শেষ চারে খেলা নিশ্চিত করেছে উলভার শিবির। লিগে দুর্দান্ত খেলা রেড ডেভিলদের হলো বিদায়। যারা কি না এই টুর্নামেন্টেরই দ্বিতীয় সর্বোচ্চ ১২ বারের চ্যাম্পিয়ন।

ম্যাচের শুরু থেকে বেশিরভাগ সময় বল দখলে রাখা ম্যানইউ আক্রমণে তেমন সুবিধা করতে পারছিল না। প্রথমার্ধে উল্টো কয়েকটি ভালো সুযোগ তৈরি করে স্বাগতিক উলভারহ্যাম্পটন। তবে বিরতির আগে গোলের দেখা পায়নি কেউই। দ্বিতীয়ার্ধের নবম মিনিটে গোলরক্ষকের দৃঢ়তায় বেঁচে যায় ম্যানইউ। রাউল হিমেনেসের হেড দারুণ নৈপুণ্যে এক হাত দিয়ে কর্নারের বিনিময়ে রুখে দেন রোমেরো। হিমেনেসকে ৭০ মিনিটে আর আটকাতে পারেননি এই আর্জেন্টাইন গোলরক্ষক। ডি-বক্সে ম্যানইউর খেলোয়াড়রা বল বিপদমুক্ত করতে ব্যর্থ হলে পেনাল্টি স্পটের কাছ থেকে ডান পায়ের শটে উলভারহ্যাম্পটনকে এগিয়ে দেন মেক্সিকোর ফরোয়ার্ড।

৭৬ মিনিটে দারুণ এক প্রতি-আক্রমণে ব্যবধান দ্বিগুণ করেন দিয়েগো জোতা। সতীর্থের পাস মাঝমাঠে পেয়ে ক্ষিপ্রগতিতে ছুটে একজনকে কাটিয়ে ডি-বক্সে ঢুকে জোরালো শটে পোস্ট ঘেঁষে বল ঠিকানায় পাঠান পর্তুগিজ এই মিডফিল্ডার।

পাঁচ মিনিট যোগ করা সময়ের শেষ মিনিটে আট গজ দূর থেকে ডান পায়ের শটে ব্যবধান কমান মার্কাস রাশফোর্ড। তবে ম্যানইউর সমতাসূচক গোল করার মতো যথেষ্ট সময় ছিল না বাকি। সেমিফাইনালে ওঠার আনন্দে মাঠ ছাড়ে চারবারের চ্যাম্পিয়নরা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১