বাংলাদেশের খবর

আপডেট : ১৮ মার্চ ২০১৯

সেচ মিটারে অতিরিক্ত বিল, সেনবাগে কৃষকদের মানববন্ধন

সেনবাগে পল্লী বিদ্যুৎ কর্তৃক সেচ কাজে ব্যবহৃত আবাসিক মিটার থেকে অতিরিক্ত ১৫শ টাকা আদায়ের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন ছবি : বাংলাদেশের খবর


নোয়াখালীর সেনবাগ পল্লী বিদ্যুৎ সমিতি কৃষকদের নিকট থেকে সেচ মিটার অতিরিক্ত ১৫শ টাকা আদায়ের প্রতিবাদে মানববন্ধন করেছে সেনবাগের কয়েকশ কৃষক।

আজ সোমবার সেনবাগ পৌর শহরের থানা মোড়ে বেলা ১১ টা থেকে ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এসময় কৃষকদের সঙ্গে একাত্বতা প্রকাশ করে মানববন্ধনে অংশ গ্রহন করেন সেনবাগ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী ও সেনবাগ পৌরসভা আওয়ামী লীগের সভাপতি নুরজ্জামান চৌধুরী, স্থানীয় এমপির প্রতিনিধি আবু নাছের ভিপি দুলাল, সেনবাগ প্রেস ক্লাবের সভাপতি ও পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর খোরশেদ আলমসহ বিভিন্ন শ্রেনী ও পেশার লোকজন।

আন্দোলকারী কৃষক মোঃ সাহাব উল্লাহ জানান, তিনি ইরি-বোরো ধান ও রবি শষ্য উৎপাদনের জন্য ১৯/১০/২০১৪ সালে সেচ মিটারের জন্য আবেদন করেন। কিন্তু সেনবাগ পল্লী বিদ্যুৎ সমিতি তাকে সেচ মিটার দেন নাই। তাই নিরুপায় হয়ে ফসল উদপাদনের জন্য তিনি সহ অন্যান্য কৃষকরা আবাসিক মিটার থেকে সেচ কার্য পরিচালনা করে আসছেন। এতে করে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ তাদের ব্যবহৃত মিটারের রিডিং বিলের সঙ্গে অতিরিক্ত আরো ১৫শ টাকা জরিমানা দিতে বাধ্য করছে যা অন্যায়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১