বাংলাদেশের খবর

আপডেট : ১৮ মার্চ ২০১৯

নেদারল্যান্ডসে বন্দুক হামলায় নিহত ১


নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুই মসজিদে সন্ত্রাসী হামলার পর এবার নেদারল্যান্ডসের মধ্যাঞ্চলীয় প্রদেশে ইউট্রেখট শহরে যাত্রীবাহী ট্রামে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও আরো কয়েকজন আহত হয়েছে।  স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যম আরটি এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে।

বন্দুক হামলার পর শহরের পশ্চিমে ট্রাম স্টেশনের কাছে একটি স্কোয়ার ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

তবে পুলিশের একজন মুখপাত্র বলেছেন, ঘটনার পর একটি গাড়িতে করে পালিয়ে গেছে সন্দেহভাজন বন্দুকধারী।

এ ঘটনার সম্ভাব্য সন্ত্রাসীর উদ্দেশ্য সম্পর্কে তদন্ত করছে পুলিশ।

একই সঙ্গে জরুরি প্রয়োজন ছাড়া লোকজনকে বের না হওয়ার জন্যও পরামর্শ দেওয়া হয়েছে।

ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুতে বলেছেন, গুলির ঘটনার পর সরকার জরুরি বৈঠকে বসেছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১