বাংলাদেশের খবর

আপডেট : ১৮ মার্চ ২০১৯

যারা গণতন্ত্রে বাধা দিচ্ছেন তারা মূলত বঙ্গবন্ধুকে অশ্রদ্ধা করছেন: ড. কামাল

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন সংগৃহীত ছবি


দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন বিষয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে যারা বাধা সৃষ্টি করছেন তাদের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে জনগণের প্রতি আহবান জানিয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

আজ সোমবার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ আহবান জানান। আয়োজন

ড. কামাল বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্ন সংবিধানে লেখা আছে। তার প্রথম স্বপ্ন ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা। সেই সাথে তিনি অবাধ ও সুষ্ঠু নির্বাচনে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছিলেন।’

তিনি বলেন, যারা গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের পথে বাধা দিচ্ছেন তারা বঙ্গবন্ধুকে অশ্রদ্ধা করছেন। ‘সেই সাথে তারা বঙ্গবন্ধুকে অমান্য করছেন। আমাদের অবশ্যই তাদের চিহ্নিত করে একঘরে করতে হবে। বঙ্গবন্ধুকে অমান্যকারী ও তার স্বপ্ন বাস্তবায়নে বাধা দানকারীদের রুখতে হবে।’ 

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১