বাংলাদেশের খবর

আপডেট : ২১ মার্চ ২০১৯

ভোট পুনঃ গণনার দাবীতে ২ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী অনশনে

ভোট পুনঃ গণনার দাবিতে নবাবগঞ্জে ২ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী অনশনে বসেছেন ছবি : বাংলাদেশের খবর


দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদের নির্বাচনে ভোট পুনঃ গণনার দাবীতে দিনাজপুরের নবাবগঞ্জে ২ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী অনশনে বসেছেন।

আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় নবাবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে তারা এই অনশন কর্মসূচী করে। অনশনকারী ২ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হলেন মোছাঃ শাবানা বেগম (কলস) ও মোছাঃ শেফালী বেগম (প্রজাপতি)।

অনশনকারী প্রার্থী জানান, ১৮ মার্চ অনুষ্ঠিত দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে নবাবগঞ্জে ভোট গননার সময় ব্যাপক কারচুপি হয়েছে। আমাদের জনপ্রিয়তা সবচেয়ে বেশি ছিল। কিন্তু এক মহল উদ্দেশ্য প্রনোদিতভাবে আমাদের ২ জনকে পরাজিত করেছে। আমরা অবিলম্বে নির্বাচনে ভোট পুনঃ গননা দাবী করছি।

নির্বাচনের সহকারী রির্টানিং অফিসার ও নবাবগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মোঃ আতাউল হক জানান, ভোট গ্রহনকারী প্রিজাইডিং অফিসারদের দেয়া তথ্য মোতাবেক ভোট গণনা সঠিক হয়েছে। এখানে তাদের কোন গাফিলতি হয়নি। এখানে কারচুপির কোন অভিযোগ উঠতে পারে না।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১