বাংলাদেশের খবর

আপডেট : ২২ মার্চ ২০১৯

সুখী দেশের তালিকায় বাংলাদেশের অবনতি

সুখী দেশের তালিকায় বাংলাদেশের অবনতি প্রতীকী ছবি


সুখী দেশের তালিকায় বাংলাদেশের ১০ ধাপ অবনতি হয়েছে। এ বছর ১৫৬টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২৫তম। গত বছর ছিল ১১৫তম। গত বুধবার ‘বিশ্ব সুখ দিবস’ উপলক্ষে বিশ্বের সুখী দেশের একটি তালিকা প্রকাশ করে জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট সলিউশন্স নেটওয়ার্ক।

মাথাপিছু আয়, সামাজিক সহযোগিতা, গড় আয়, সামাজিক স্বাধীনতা, উদারতা এবং সমাজে দুর্নীতির হারের ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়ে থাকে। তালিকা অনুসারে বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড। এ নিয়ে টানা দুই বছর দেশটি সুখী দেশের তালিকার শীর্ষে থাকল। এরপর আছে যথাক্রমে ডেনমার্ক, নরওয়ে, আইসল্যান্ড, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, সুইডেন, নিউজিল্যান্ড, কানাডা ও অস্ট্রেলিয়া।

সবচেয়ে কম সুখের দেশ হিসেবে তালিকায় রয়েছে দক্ষিণ সুদান (১৫৬)। তালিকায় দক্ষিণ সুদানের আগে রয়েছে যথাক্রমে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক (১৫৫), আফগানিস্তান (১৫৪), তানজানিয়া (১৫৩) ও রুয়ান্ডা (১৫২)।

দক্ষিণ এশিয়ায় প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাংলাদেশের চেয়ে কম সুখী দেশ হিসেবে রয়েছে শ্রীলঙ্কা (১৩০) ও  ভারতের (১৪০) নাম। এ তালিকায় বাংলাদেশের আগে রয়েছে পাকিস্তান (৬৩), ভুটান (৯৫) এবং নেপালের (১০০) নাম।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১