বাংলাদেশের খবর

আপডেট : ২২ মার্চ ২০১৯

জাফর ইকবাল হত্যাচেষ্টায় সাক্ষ্য গ্রহণ শুরু

অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল ছবি : সংগৃহীত


বিশিষ্ট লেখক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল হত্যাচেষ্টা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সিলেট মহানগর অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মমিনুন নেসার আদালতে সাক্ষ্য দেন মামলার বাদী শাহজালাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন। আগামী ২৫ এপ্রিল মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ হবে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি মাশুক আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, পর্যায়ক্রমে ৫৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হবে।

বাদীর সাক্ষ্য গ্রহণের সময় ফয়জুলসহ ছয় আসামি উপস্থিত ছিলেন। তারা হলেন ফয়জুলের বন্ধু সোহাগ মিয়া, বাবা আতিকুররহমান, মা মিনারা বেগম, মামা ফজলুল হক ও ভাই এনামুল হাসান।

প্রসঙ্গত, গত বছরের ৩ মার্চ বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে একটি অনুষ্ঠান চলাকালে ড. জাফর ইকবালকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায় ফয়জুর ওরফে ফয়জুল হাসান নামে জঙ্গিবাদে উদ্বুদ্ধ এক সাবেক মাদরাসাছাত্র। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাকুল বাদী হয়ে ওইদিনই সন্ত্রাসবিরোধী আইনে জালালাবাদ থানায় মামলা করেন। একই বছরের ৪ অক্টোবর এ মামলার অভিযোগ গঠনের মাধ্যমে বিচারকাজ শুরু হয়। তার আগে ২৬ জুলাই ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম।

হামলার সঙ্গে জড়িত ফয়জুলও আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তিনি বলেছেন, ২০১৬ সালে বন্ধু সোহাগের মাধ্যমে পাওয়া মেমোরি কার্ডে জসিম উদ্দিন রহমানী, তামিম ইল আদরানী ও অলিপুরী হুজুরের ওয়াজ শুনে জিহাদের ব্যাপারে প্রভাবিত হন তিনি। এছাড়া জসিম উদ্দিন রহমানীর লেখা ‘উন্মুক্ত তরবারী’ বই ও তিতুমীর মিডিয়ার ভিডিও দেখে ফয়জুলের ধারণা হয়, জাফর ইকবাল একজন ‘নাস্তিক’। এই ধারণা থেকে ফয়জুল একাই জাফর ইকবালকে হত্যার পরিকল্পনা করেন। একাই হত্যার জন্য ছুরি নিয়ে আঘাত করেন।

আদালতের এপিপি মাসুক বলেন, ফয়জুল একাই জাফর ইকবালকে হত্যার জন্য আঘাত করেন বলে পুলিশের তদন্তেও উঠে এসেছে। আশা করছি আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১