বাংলাদেশের খবর

আপডেট : ২৮ মার্চ ২০১৯

হেলিকপ্টারে উড়লেন মিম

বিদ্যা সিনহা মিম ছবি : সংগৃহীত


ফরিদপুরের কমলাপুরে অবস্থিত রাজেন্দ্র কলেজের ১০১ বছর পূর্তি উৎসবের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন বিদ্যা সিনহা মিম।

এই অনুষ্ঠানে অংশ নিতে ২৬ মার্চ স্বাধীনতা দিবসে বিশেষ অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকার কারণে তিনি ফরিদপুর যেতে পারেননি। তাই গতকাল দুপুর ১টা ৩০ মিনিটে হেলিকপ্টারে চড়ে ফরিদপুরে যান। সেখানে সন্ধ্যায় রাজেন্দ্র কলেজের অনুষ্ঠানে সংস্কৃতি পর্বে অংশ নেন মিম। সোহাগের কোরিওগ্রাফিতে মিম তার অভিনীত সিনেমার গানেই পারফরম করেন। উপস্থিত দর্শক মিমের পারফরম্যান্সে মুগ্ধ হন। অনুষ্ঠানের সংস্কৃতি পর্বে আরো অংশ নেন ফেরদৌস, পপি, পূর্ণিমা, ইমন ও মেহজাবিন চৌধুরী। 

মিম বলেন, ‘এবারই প্রথম ফরিদপুরে গিয়েছিলাম। সঙ্গে ছিলেন আমার মা ছবি সাহা। সব মিলিয়ে খুব চমৎকার সময় কাটিয়েছি। এখানকার পরিবেশ খুব সুন্দর। রাজেন্দ্র কলেজের পরিবেশটাও দারুণ ভালো লেগেছে আমার। যেহেতু স্বাধীনতা দিবসে আমি ব্যস্ত ছিলাম, তাই প্রতিশ্রুতি রক্ষা করতেই আমি হেলিকপ্টারে চড়ে ফরিদপুর গিয়েছিলাম। অল্প সময়ের জার্নিটাও ভালো লেগেছিল।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১