বাংলাদেশের খবর

আপডেট : ৩০ মার্চ ২০১৯

তৃতীয়বারের মতো প্রত্যাখ্যাত হলো ‘ব্রেক্সিট চুক্তি’

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে ছবি: ইন্টারনেট


তৃতীয়বারের মত প্রত্যাখ্যাত হল থেরেসা ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র ব্রেক্সিট চুক্তি। শুক্রবার ব্রিটিশ পার্লামেন্টের কক্ষ মে'র চুক্তিটির পক্ষে ২৮৬ এবং বিপক্ষে ৩৪৪ ভোট পড়ে। এর ফলে যুক্তরাজ্যের ব্রেক্সিট পরিকল্পনা আরও অনিশ্চিত হয়ে পড়লো।

এর আগে পর পর দুই ধাপে থেরেসা মে’র ব্রেক্সিট চুক্তি বিশাল ব্যবধানে প্রত্যাখ্যাত হয়।

তৃতীয়বার ভোটের আগে সম্প্রতি মে বলেছেন, ব্রেক্সিট চুক্তিটিতে যদি এমপিরা সমর্থন দেন তাহলে তার বদলে তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যেতেও প্রস্তুত। এরপরও হেরে গেলেন মে।

অন্যদিকে দেশটির বিরোধী দলীয় নেতা জেরেমি করবিন প্রধানমন্ত্রী থেরেসা মে’কে পদত্যাগ করে নতুন নির্বাচন ঘোষণার আহ্বান জানিয়েছেন।

ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টুস্ক এক টুইট বার্তায় বলেছেন, আগামী ১০ এপ্রিল কাউন্সিলের বৈঠক আহ্বান করবেন তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১