বাংলাদেশের খবর

আপডেট : ৩০ মার্চ ২০১৯

গুলশান কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে

ধোঁয়ায় আচ্ছন্ন চারিদিক

ডিএনসিসি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছবি : সংগৃহীত ছবি


রাজধানীর গুলশান-১ এর ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মার্কেটে লাগা আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে ব্যবসায়ীদের জিনিসপত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের উপ পরিচালক (ডিডি) দেবাশীষ বর্ধন এব্যপারে নিশ্চিত করেন।

আজ শনিবার সকাল সাড়ে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও প্রচণ্ড ধোঁয়ায় সে এলাকা আচ্ছন্ন হয়ে রয়েছে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট ও নৌবাহিনী ও সেনাবাহিনী একযোগে কাজ করে নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। এসময় গুলশান লেক থেকে পানির পাম্প বসিয়ে আগুন নিয়ন্ত্রনে পানি নেওয়া হয়।

ডিএনসিসি মার্কেটের পাশের শপিং সেন্টারের ৩য় তলায় ও আগুন ছড়িয়ে পড়েছিল। সেটিও নিয়ন্ত্রণে আনা হয়েছে।

তবে আগুন লাগার কারণ জানা যায়নি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১