বাংলাদেশের খবর

আপডেট : ৩০ মার্চ ২০১৯

হাজীগঞ্জে আলহাজ্ব আবদুল হালিম তালুকদার ফাউন্ডেশনের বৃত্তি প্রদান

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সার্টিফিকেট ও বৃত্তির অর্থ প্রদান করছেন অতিথিবৃন্দ ছবি : বাংলাদেশের


চাঁদপুরের হাজীগঞ্জে আলহাজ্ব আবদুল হালিম তালকদার ফাউন্ডেশনের বৃত্তি প্রদান অনুষ্ঠান আজ শনিবার অনুষ্ঠিত হয়েছে।

রামপুর আল বান্না বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জে ডিগ্রী কলেজের প্রাক্ত সহকারী অধ্যাপক, শিক্ষাবিদ অধ্যাপক মোজাম্মেল হক চৌধুরী মোহন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জি.ফোর.এস’র ভাইস প্রেসিডেন্ট মোজাম্মেল হায়দার ইদু চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মো. মুজিবুর রহমান, বি.এফ.আই.ডি.সি’র সাবেক পরিচালক ড. বেনজির আহম্মেদ পাটওয়ারী, রামপুর বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক রোটা. এস এম মানিক, মোস্তফা কামাল পাটওয়ারী প্রমূখ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আলহাজ্ব আবদুল হালিম তালকদার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম তালুকদার।

উল্লেখ্য, আলহাজ্ব অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম তালুকদার ২০০৫ সাল থেকে টানা ১৪ বছর তার বাবা শিক্ষাবিদ মরহুম আলহাজ্ব আবদুল হালিম তালকদার ফাউন্ডেশনের নামে উপজেলার মেধাবী শিক্ষার্থীদের পরীক্ষার মাধ্যমে বৃত্তি প্রদান করে আসছে। ২০১৮ সালে মেধা পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ৪৮৫জন। এ দের মধ্য থেকে ১’শজনকে বৃত্তি করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১