বাংলাদেশের খবর

আপডেট : ৩১ মার্চ ২০১৯

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশন ক্লাস উদ্বোধন


জামালপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস উদ্বোধন করা হয়েছে।

আজ রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মির্জা আজম এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ, রেজিস্টার খন্দকার হামিদুর রহমান, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক আব্দুর রাজ্জাক, ডেপুটি রেজিস্টার মহিউদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী ও বিশ্ববিদ্যালয়য়ের কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দরা উপস্থিত ছিলেন।

এ সময় অতিথিবৃন্দ শিক্ষার্থীদের সাথে পরিচিত হন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১