বাংলাদেশের খবর

আপডেট : ০১ এপ্রিল ২০১৯

হাসপাতালে বাড়তি নিরাপত্তা

বিএসএমএমইউতে খালেদা জিয়া

খালেদা জিয়াকে গাড়ি থেকে নামিয়ে বিএসএমএমইউতে নিয়ে যাওয়া হচ্ছে ছবি : সংগৃহীত


বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিত্সার জন্য কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেয়া হয়েছে।

আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে তাকে বহনকারী এম্বুলেন্সটি হাসপাতালে পৌঁছায়।

এসময় খালেদাকে বহনকারী গাড়ির সঙ্গে র‌্যাব, পুলিশ, ফায়ার সার্ভিস ও কারা কর্তৃপক্ষের অন্তত ১৫টি গাড়ি ছিলো।

খালেদা জিয়ার হাসপাতালে আনার খবরে হাসপাতালে আসেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বেশ কয়েকজন নেতৃবৃন্দ। জানা গেছে, বিএনপি চেয়ারপারসনকে কেবিন ব্লকের ৬ তলায় ৬২১ ও ৬২২ নং কক্ষে নেয়া হয়েছে।

এর আগে খালেদা জিয়ার ব্যবহৃত মালামাল একটি কারাভ্যানে করে হাসপাতালে নিয়ে আসা হয়। বিএনপি চেয়ারপারসনকে হাসপাতালে আনা উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

প্রসঙ্গত, দুর্নীতির দুই মামলায় ১৭ বছর দণ্ডিত হয়ে গত বছরের ৮ এপ্রিল থেকে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। কারাবন্দি খালেদা জিয়া গুরুতর অসুস্থ বলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে। তবে তারা খালেদা জিয়াকে বিএসএমএমইউয়ে চিকিৎসা দেওয়ার বিষয়ে আগ্রহী নয়। সরকার তাকে বিএসএমএমইউতে চিকিৎসার বিষয়ে অনড় অবস্থানে রয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১