বাংলাদেশের খবর

আপডেট : ০২ এপ্রিল ২০১৯

কলকাতায় একই মঞ্চে আনজাম মাসুদ ও পপি

আনজাম মাসুদ ও পপি ছবি : সংগৃহীত


একজন সফল উপস্থাপক হিসেবে এর আগে গত বছর প্রথমবারের মতো আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হন নন্দিত উপস্থাপক আনজাম মাসুদ। দ্বিতীয়বারের মতো আবারো আনজাম মাসুদ কলকাতা থেকে গত ৩১ মার্চ প্রগতি বাংলা অ্যাওয়ার্ডে ভূষিত হলেন। একই মঞ্চে একই সম্মাননায় ভূষিত হয়েছেন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। কলকাতার গ্যালারি গোল্ড অডিটোরিয়ামে ৩১ মার্চ সন্ধ্যায় আনজাম মাসুদ ও পপির হাতে ‘প্রগতি বাংলা সম্মাননা’ তুলে দেওয়া হয়। পপির সঙ্গে এ সময় পপির মা-ও উপস্থিত ছিলেন। কলকাতার কোনো সংগঠন কর্তৃক এবারই প্রথম কোনো সম্মাননায় ভূষিত হলেন পপি।

অ্যাওয়ার্ড পাওয়ার পর মুঠোফোনে কলকাতা থেকে আনজাম মাসুদ তার ব্যক্তিগত অভিমত প্রকাশ করতে গিয়ে বলেন, ‘শুরুতেই আমার পরিবারের কথাই বেশি মনে পড়ে। আমার প্রতিটি কাজে পরিবারের ভীষণ সাপোর্ট ছিল। আজ বাবা বেঁচে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন। আমার এই প্রাপ্তিতে মা-ও ভীষণ খুশি হয়েছেন। উপস্থাপনায় আমার সাফল্যের জন্য স্বীকৃতি পাওয়াকে আমার দেশেরই অর্জন বলে আমি মনে করি।

সাদিকা পারভীন পপি বলেন, ‘যে কোনো পুরস্কারই একজন মানুষকে অনেক অনেক অনুপ্রেরণা জোগায়। আর দেশের বাইরে এসে স্বীকৃতি গ্রহণের বিষয়টা অনেক সম্মানের, অনেক ভালো লাগার। নিজের কাজের জন্য দেশের বাইরে থেকে এই স্বীকৃতি এটাই প্রমাণ করে যে, একজন নায়িকা হিসেবে দেশের চলচ্চিত্রের জন্য সত্যিকার অর্থেই অবদান রাখতে পারছি। আমার পরিবার, আমার চলচ্চিত্র পরিবার, আমার সব শ্রদ্ধেয় পরিচালক,  সহশিল্পী, সাংবাদিকসহ প্রত্যেকের কাছেই আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১