বাংলাদেশের খবর

আপডেট : ০২ এপ্রিল ২০১৯

মুমিনের প্রাণের স্পন্দন মসজিদ

মুমিনের প্রাণের স্পন্দন মসজিদ সংরক্ষিত ছবি


মসজিদের মিনার থেকে দিনে পাঁচবার আমরা শুনি হূদয়কাড়া আজানের মধুর ধ্বনি। যে ধ্বনি মানুষকে আল্লাহর পথে আসার আহ্বান জানায়, নিজেকে সমর্পিত হতে শেখায়। তাই তো দেখি মুমিন বান্দারা আজানের ধ্বনি শুনে মসজিদ পানে ছুটে যায়। যেনো মসজিদ তার প্রাণের স্পন্দন। বস্তুত প্রত্যেক মুসলমানেরই এমন অনুভূতি থাকা আবশ্যক।

মসজিদ শব্দটি আরবি। এর আভিধানিক অর্থ শ্রদ্ধাভরে মাথা অবনত করা অর্থাৎ সিজদা করা। সাধারণভাবে যেসব ইমারত বা স্থাপনায় মুসলমানরা একত্র হয়ে প্রাত্যহিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন, তাকেই মসজিদ বলা হয়। যেসব বড় আকারের মসজিদগুলো নিয়মিত নামাজের সঙ্গে সঙ্গে শুক্রবারের জুমার নামাজ আদায় করা হয় এবং অন্যান্য ইসলামিক কার্যাবলি, যেমন— মানুষকে কোরআন শিক্ষা দেওয়া, দ্বীনের কাজ তথা মানুষকে নামাজের দাওয়াত দেওয়া, ইসলামের বিভিন্ন বিধি-বিধান নিয়ে আলোচনাসহ নানাবিধ সামাজিক কাজ সম্পাদিত হয়, সেগুলো জামে মসজিদ নামে অভিহিত।

মসজিদ আবাদ অর্থ হলো, মসজিদকে ইবাদত-বন্দেগির পরিবেশে গড়ে তোলা। যারা এসব কাজ করবেন, তারা সৎপথপ্রাপ্ত। এ প্রসঙ্গে পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘তারাই তো আল্লাহর মসজিদ আবাদ করে, যারা ঈমান আনে, আল্লাহ ও আখেরাতে এবং নামাজ কায়েম করে, জাকাত দেয় এবং আল্লাহ ছাড়া অন্য কাউকেও ভয় করে না। অতএব আশা করা যায়, তারা হবে সৎপথপ্রাপ্তদের অন্তর্ভুক্ত’ (সুরা আত তওবা : ১৮)।

নিয়মিত মসজিদে নামাজ আদায়কারীদের মহান আল্লাহতায়ালার প্রতিবেশী বলে সম্বোধন করা হয়েছে। এ প্রসঙ্গে এক হাদিসে হজরত রসুলুল্লাহ (সা.) বলেছেন, কিয়ামতের দিন নিশ্চয়ই সুমহান আল্লাহ উচ্চস্বরে আহ্বান করতে থাকবেন, আমার প্রতিবেশী কোথায়! আমার প্রতিবেশী কোথায়! ফেরেশতাগণ তখন নিবেদন জানাবেন, হে আমাদের প্রতিপালক! কার পক্ষে আপনার প্রতিবেশী হওয়া সম্ভব? তিনি তখন বলবেন, মসজিদসমূহ আবাদকারীরা কোথায়?’

 

লেখক : প্রাবন্ধিক ও গবেষক


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১