বাংলাদেশের খবর

আপডেট : ০৩ এপ্রিল ২০১৯

সদরঘাটে ৫০ কোটি টাকার ইয়াবাসহ আটক ৩

কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আটক ইয়াবা ও মাদক চোরাকারবারিদের হাজির করা হয় ছবি : বাংলাদেশের খবর


রাজধানীর সদরঘাটে অভিযান চালিয়ে ৮ লাখ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। আটকরা হলো তুহিন, সবুজ ও শাহজাহান। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫০ কোটি টাকা।

র্যাব-১-এর স্কোয়াড কমান্ডার (সিপিসি-১) এএসপি মো. কামরুজ্জামান জানান, গোয়েন্দা তথ্যের মাধ্যমে আমরা জানতে পারি কক্সবাজার থেকে নৌপথে ইয়াবার একটি বড় চালান ঢাকায় আসছে। ওই তথ্যের ভিত্তিতে সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ৮ লাখ পিস ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। জব্দ ইয়াবার বাজারমূল্য আনুমানিক ৫০ কোটি টাকা। আটক তিন ব্যক্তি পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তারা ইতঃপূর্বে একাধিকবার মাদকসহ ধরা পড়ে। কিন্তু কিছুদিনের মধ্যে তারা জামিনে বেরিয়ে আবার মাদক ব্যবসায় যুক্ত হয়।

জিজ্ঞাসাবাদে আটক মাদক ব্যবসায়ী সবুজ, শাহজাহান ও তুহিন স্বীকার করেছে তারা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকায় বিক্রির উদ্দেশ্যে মাদকের চালানটি নৌপথে নিয়ে আসে। তারা আরো জানায়, কক্সবাজারের পাইকারদের কাছ থেকে প্রতিপিস ইয়াবা ৫০ টাকায় কিনে ঢাকার পাইকারদের কাছে ১০০ টাকায় বিক্রি করে। কয়েক হাত বদল হয়ে ঢাকার খুচরা বাজার থেকে মাদকসেবীরা প্রতি পিস ৩০০ টাকায় কিনে থাকে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১