বাংলাদেশের খবর

আপডেট : ০৩ এপ্রিল ২০১৯

লামায় আলপনা হত্যা মামলার ৪ আসামি কারাগারে

লামা থানা পুলিশের অভিযানে গ্রেফতার আসামী মন্টু মিয়া প্রতিনিধির পাঠানো ছবি


বান্দরবানের লামায় চাঞ্চল্যকর গৃহবধূ মঞ্জুরা বেগম আলপনা হত্যা মামলার চার আসামি জেল হাজতে পাঠিয়েছে আদালত। আজ বুধবার লামা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন। 

গত মঙ্গলবার বিকেলে মামলার প্রায় ১০ মাস পরে মামলার আসামি মন্টু মিয়াকে লামার রুপসীপাড়া বাজার হতে গ্রেফতার করে লামা থানা পুলিশ। গ্রেফতারের পর আজ বুধবার তাকে লামা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তোলা হয়। 

লামা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বাদীপক্ষের আইনজীবি অ্যাডভোকেট মো. মামুন মিয়া বলেন, আসামী মন্টু মিয়াকে গ্রেফতারের পরে বুধবার আদালতে প্রেরণ করে লামা থানা। এসময় মামলার অন্য আসামী শেফালী বেগম, নাজমা আক্তার ও ফাহিমা বেগম জামিনের আবেদন চেয়ে আদালতে আত্মসমর্পণ করেন। শুনানি শেষে ৪ জনকেই জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

মামলার বাদী ও আলপনা পিতা তাজুল ইসলাম বলেন, দেরীতে হলেও আসামীদের আইনের আওতায় আনতে পেরে কিছুটা হলেও মানসিক শান্তি পেয়েছি। তাদের কঠোর শাস্তি দিলে ভবিষ্যতে অন্য কোনো শ্বশুড় বাড়ির লোকজন গৃহবধূকে নির্যাতনের সাহস পাবে না।  

উল্লেখ্য, গত বছরের ৭ জুন দুপুরে শ্বশুর বাড়ির লোকজনের শারীরিক, মানসিক ও পারিবারিক নির্যাতনে সইতে না পেরে বিষপান করে আত্মহত্যার করেন মঞ্জুরা বেগম আলপনা (২৫) নামের এক গৃহবধু। বিকেলে কক্সবাজার হাসপাতালে তার মৃত্যু হয়। ওই দিনেই গৃহবধু মঞ্জুরা বেগম আলপনাকে পরিকল্পিত হত্যার অভিযোগে মামলা করেন আলপনার বাবা তাজুল ইসলাম।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১