আপডেট : ০৪ এপ্রিল ২০১৯
নওগাঁর সাপাহার উপজেলায় পরিবেশ আইন না মানায় আজ বৃহস্পতিবার দুপুরে তিনটি ইট ভাটার মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পেশকার গোবিন্দ কুমার জানান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুর আলীর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উপজেলার শিমলডাঙ্গা টাটা ভাটায় ৪০ হাজার টাকা, অনাদায়ে ১ মাসের কারাদণ্ড ও রামাশ্রমের হক ও সততা ভাটায় ২০ হাজার করে ৪০ হাজার টাকা জরিমানা করেছে আদায় করা হয়েছে। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সবুর আলী জানান, সরকারি অনুমোদনবিহীন চিমনি ব্যবহার ও কয়লার পরিবর্তে কাঠ দিয়ে ইট ভাটা পরিচালনার অভিযোগে তাদের এ জরিমানা করা হয়েছে। পরিবেশ আইন মানতে ইট ভাটার মালিক আদালতের কাছে ১ মাসের সময় চেয়েছে । এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)কল্যান চৌধুরী জানান, এ অভিযান অব্যহত থাকবে। ইট ভাটা গুলোকে পরিবেশবান্ধবভাবে গড়ে তোলা হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১