বাংলাদেশের খবর

আপডেট : ০৪ এপ্রিল ২০১৯

সখীপুরে ইউএনওর মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি


টাঙ্গাইলের সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুর রহমানের সরকারি মোবাইল নম্বর ক্লোন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের কাছে চাঁদা দাবি করেছে প্রতারকরা। বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সখীপুর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন ইউএনও আমিনুর রহমান ।

ইউএনও ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সখীপুরবাসীকে তার ক্লোন হওয়া নম্বর থেকে টাকা চাইলে তা না দেওয়ারজন্য অনুরোধ জানিয়ে সতর্ক করেছেন।

ইউএনও আমিনুর রহমান জানান, বৃহস্পতিবার বিকেল ৪টার থেকে উপজেলার বিভিন্ন স্কুল ও মাদরাসার কয়েকজন প্রধান শিক্ষকের কাছে তার সরকারি নম্বরটি ক্লোন করে ফোন দেওয়া হয়। এ সময় ল্যাপটপ দেওয়ারজন্য বিকাশের মাধ্যমে টাকা দাবি করে অজ্ঞাত দুস্কৃতকারীরা। 

সখীপুর থানার সেকেন্ড অফিসার বদিউজ্জামান বলেন, এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১