বাংলাদেশের খবর

আপডেট : ০৫ এপ্রিল ২০১৯

রাজধানীর তেজগাঁওয়ে 'বন্দুকযুদ্ধ' : নিহত ২

বন্দুকযুদ্ধ প্রতীকী ছবি


রাজধানীর তেজগাঁওয়ে র‌্যাবের সাথে 'বন্দুকযুদ্ধে' দুইজন নিহত হয়েছেন। নিহতরা ডাকাত দলের সদস্য বলে দাবি করেছেন র‌্যাব।

আজ শুক্রবার ভোররাতে সাতরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। র‌্যাব-২ এর উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহতরা হলেন : নাইম (৩৫) ও জামাল (৩৮)। 

র‌্যাব-২ এর উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা কামাল জানান, ডাকাত দলের সদস্যরা ডাকাতি করে একটি পিকআপ ভ্যান নিয়ে পালিয়ে যাচ্ছিল। তেজগাঁওয়ের সাতরাস্তা এলাকায় র‌্যাবের চেকপোস্ট এলাকা অতিক্রম করার সময় তাদের থামতে সংকেত দেওয়া হলে ডাকাত দল র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি ছুঁড়লে দুই ডাকাত গুলিবিদ্ধ হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কিছুক্ষণ পর তাদের মৃত্যু হয়।

ঘটনাস্থল থেকে চোরাই গাড়িসহ বিদেশি পিস্তল জব্দ করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১