বাংলাদেশের খবর

আপডেট : ০৫ এপ্রিল ২০১৯

খালেদার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ছবি : সংগৃহীত


বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক সাংবাদিকদের এ কথা জানান।

মাহবুবুল হক বলেন, উনি এখানে (হাসপাতালে) আসার দিন থেকে আজকে (গতকাল) তার শারীরিক অবস্থা অনেক ইমপ্রুভ। উনি ভালো আছেন। এক কথায় বলতে পারেন যে আজকে ভালো। উনি ওষুধ খাচ্ছেন। অবস্থার উন্নতি হচ্ছে।

খালেদা জিয়ার ডায়াবেটিস নিয়ন্ত্রণে এসেছে কি না জানতে চাইলে মাহবুবুল হক বলেন, ওনাকে মেডিকেল বোর্ড যেসব ওষুধ দিয়েছেন, তা উনি খাচ্ছেন। এটার (ডায়াবেটিস) সময় লাগে। এক দিনের তো হয় না। কোনো সমস্যা নেই। এটা কন্ট্রোল হয়ে যাবে। খালেদা জিয়ার এখন ঘুমও হচ্ছে বলে জানান তিনি।

গত সোমবার পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে বিএসএমএমইউতে খালেদা জিয়াকে আনা হয়। ওইদিন খালেদা জিয়ার হাত-পায়ে ব্যথা, ডায়াবেটিস বেড়ে যাওয়া, দুর্বলতা, ঘুম কম হওয়া আর খাওয়ায় অরুচি সমস্যার কথা জানিয়েছিলেন হাসপাতালের পরিচালক।

খালেদা জিয়ার চিকিৎসার জন্য আদালতের নির্দেশে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক মো. জিলন মিঞা সরকারের নেতৃত্বে পাঁচ সদস্যের বোর্ড গঠন করা হয়েছে। তারা খালেদা জিয়ার চিকিৎসা করছেন।

মেডিকেল বোর্ডের অন্য সদস্যরা হলেন রিউমাটোলজি মেডিসিন বিভাগের অধ্যাপক সৈয়দ আতিকুল হক, কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক তানজিলা পারভিন, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের সহযোগী অধ্যাপক বদরুন্নেসা আহমেদ ও অর্থোপেডিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক চৌধুরী ইকবাল মাহমুদ।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ১০ বছর এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ৭ বছর দণ্ড নিয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে আছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১