বাংলাদেশের খবর

আপডেট : ০৫ এপ্রিল ২০১৯

চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে আরভি গঙ্গা বেঙ্গল

পর্যটকবাহি জাহাজ আরভি গঙ্গা বেঙ্গল ছবি : বাংলাদেশের খবর


ভারতের কলকাতা বন্দর থেকে ছেড়ে আসা আর ভি গঙ্গা বেঙ্গল ইলিশের বাড়ি চাঁদপুর থেকে আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।

পর্যটকবাহী এ জাহাজ যাত্রার মাধ্যমে ৭০ বছর কলকাতা-চাঁদপুর-ঢাকা রোডে নৌ যাত্রা শুরু হলো। ১৯জন পর্যটক নিয়ে আর ভি গঙ্গা বেঙ্গল কলকাতা থেকে বাংলাদেশে আসে।

এর পূর্বে বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টায় চাঁদপুর শহরের ডাকাতিয়া নদীর পুরোনো লঞ্চ টার্মিনালে পর্যটকদের নিয়ে এই জাহাজটি নোঙ্গর করে।

এ সময় চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ জামান পর্যটক ও জাহাজের কর্মকর্তাদের ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি এবং নৌপুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পর্যটকবাহী জাহাজটি চাঁদপুরে পৌঁছলে ডাকাতিয়ার দু’তীরে সাধারন মানুষ করতালি দিয়ে পর্যটকদের অভিনন্দন জানান।

ভারতীয় এই জাহাজে থাকার পর্যটকরা বাংলাদেশ এবং ইলিশের বাড়ি চাঁদপুর, নদীর দুইপাড়ের সৌন্দর্য নিয়ে ভূয়সী প্রশংসা করেন। রাতে তারা ইলিশের বাড়ী চাঁদপুরের মোলহেডসহ চাঁদপুরের নৌবন্দর এলাকা ঘুরে দেখান। বৃহস্পতিবার সকাল পৌনে ১১টায় বরিশাল নদীবন্দর ত্যাগ করে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১