বাংলাদেশের খবর

আপডেট : ০৫ এপ্রিল ২০১৯

মহাদেবপুরে ২৩৯ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ৫

নওগাঁর মহাদেবপুরে ২৩৯ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতারকৃত ৫ মাদক ব্যবসায়ী ছবি : বাংলাদেশের খবর


নওগাঁর মহাদেবপুরে গতকাল বৃহস্পতিবার রাতে ২৩৯ বোতল ফেন্সিডিলসহ ৫জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহাদেবপুর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (মহাদেবপুর সার্কেল) আবু সালেহ মোঃ আশরাফুল আলমের নেতৃত্বে মহাদেবপুর থানার এস আই রুহুল আমিন ও সঙ্গী ও ফোর্স উপজেলার গোবিন্দপুর গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ বদিউজ্জামান বদির বাড়িতে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় অভিযান চালিয়ে ২৩৯ বোতল ফেন্সিডিলসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃতরা হলো, গোবিন্দপুর গ্রামের মৃত মহির উদ্দিনের পুত্র বদিউজ্জামান বদি (৫৫), বদির ছেলে মোঃ মিলন হোসেন (২৫), বদির স্ত্রী মোসাঃ শাহিদা বেগম (৪০), তার শাশুরি হাজেরা বেগম (৬০) ও ভাতিজা জিয়ারুল (১৯)। এ বিষয়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (মহাদেবপুর সার্কেল) আবু সালেহ মোঃ আশরাফুল আলম বলেন, কুখ্যাত মাদক ব্যবসায়ী বদি ও তার পরিবার দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা করে আসছিল। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্র আইনে ১৪টি মামলা রয়েছে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১