বাংলাদেশের খবর

আপডেট : ০৮ এপ্রিল ২০১৯

শিগগিরই ১৫ হাজার চিকিৎসক নিয়োগ : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ছবি : সংগৃহীত


স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, কয়েক মাসের মধ্যে ১৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। গতকাল রোববার দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে স্বাস্থ্য দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন। 

শিগগিরই দেড়শ নতুন আইসিইউ নির্মাণের কথা জানিয়ে মন্ত্রী বলেন, সরকার দেশের প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে। আগামী দুই মাসের মধ্যে প্রায় ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এরপর আমরা আরো ১০ হাজার চিকিৎসক নিয়োগ দিতে পারব। বর্তমানে ৬০ শতাংশ সেবা দেওয়া হয় প্রাইভেট হাসপাতালগুলোতে। তারা রোগীদের কাছ থেকে অনেক বেশি ফি আদায় করে। আমরা আহ্বান জানাই, জনস্বার্থে তারা যেন ফি কমিয়ে আনেন।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১