বাংলাদেশের খবর

আপডেট : ০৮ এপ্রিল ২০১৯

তদন্ত করে ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর

স্কুল ভবনের বিম ধস

বরগুনার তালতলীতে স্কুলের বিম ধসের ঘটনায় চিকিৎসাধীন দুই শিশু শিক্ষার্থী ছবি : বাংলাদেশের খবর


বরগুনার তালতলী উপজেলায় স্কুলের ছাদের বিম ধসে শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম ওই ঘটনা তদন্ত করে ব্যবস্থা নিতে স্থানীয় এলজিআরডি অফিসকে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে বেতাগী উপজেলার সব ঝুঁকিপূর্ণ স্কুল ভবন শনাক্তের নির্দেশও দেওয়া হয়েছে।

গতকাল রোববার সচিবালয়ে তিন জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। গত শনিবার তালতলী উপজেলার ছোটবগী পি কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে স্কুল ছাদের বিম ধসে পড়ে মানসুরা নামের তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়। এছাড়া আহত হয় আরো ৯ জন।

মন্ত্রী বলেন, বরগুনার ওই প্রাথমিক বিদ্যালয়টি পুনর্নির্মাণের এবং একই সঙ্গে ওই উপজেলায় ঝুঁকিপূর্ণ স্কুল ভবন শনাক্তের নির্দেশনা দেওয়া হয়েছে। সেই কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। রাজধানীর জলাবদ্ধতা নিরসন সম্পর্কে জানান, সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। এবার বর্ষা মৌসুমে ঢাকায় জলাবদ্ধতা সৃষ্টি হবে না। এ লক্ষ্যে ইতোমধ্যে সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনের তিনটি শূন্য পদের নির্বাচিত প্রার্থীরা রোববার শপথ গ্রহণ করেন। নবনির্বাচিতরা হলেন-  মুন্সীগঞ্জ জেলা পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের মেহেদী হাসান, কুড়িগ্রাম জেলা পরিষদের ১২ নম্বর ওয়ার্ডের আবদুল বাতেন ও সিরাজগঞ্জ জেলা পরিষদের ১৩ নম্বর ওয়ার্ডের শেফালী খান। সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম তাদের শপথবাক্য পাঠ করান। এ সময় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব এসএম গোলাম ফারুক, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব আমিনুল ইসলাম খানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১