বাংলাদেশের খবর

আপডেট : ১১ এপ্রিল ২০১৯

সখীপুরে অবৈধ গাছ ব্যবসায়ীদের হামলায় আহত ৪, থানায় মামলা

প্রকাশ্যে সংরক্ষিত বনের শাল-গজারি গাছ কেটে সাফ করা হচ্ছে ছবি : বাংলাদেশের খবর


টাঙ্গাইলের সখীপুরে বন বিভাগকে সরকারি শালগজারি গাছ কাটার খবর দেওয়ার অভিযোগে অবৈধ ব্যবসায়ীদের হামলার শিকার হয়েছেন চার এলাকাবাসী। হামলায় আহতদের সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার কালিদাস বল্লাচালা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার রাতেই সখীপুর থানায় মামলা করা হয়েছে।

জানা যায়, বন বিভাগের কালিদাস বিটের বল্লাচালা এলাকার বিশাল এলাকাজুড়ে সরকারি শালগজারির বন রয়েছে। বুধবার বিকেলে স্থানীয় গাছ ব্যবসায়ী আজাহার উদ্দিন ও তার লোকজন গোপনে ক্রয়কৃত শালগজারি গাছ কাটতে যান। খবর পেয়ে হতেয়া রেঞ্জ কর্মকর্তা মো. ওয়াদুদুর রহমান ও কালিদাস বিট কর্মকর্তা এমরান আলী ৫০টি শালগজারি গাছ জব্দ করেন। পরে বন বিভাগে খবর দেওয়ার অভিযোগে বল্লাচালা গ্রামের নিজাম উদ্দিন ( ৪০) তাঁর স্ত্রী হালিমা আক্তার (৩৫) বড় ভাই আবু জাফর (৪৮) এবং একই এলাকার হায়দার আলীকে পিটিয়ে গুরুতর আহত করে অবৈধ গাছ ব্যবসায়ীরা।

কালিদাস বিট কর্মকর্তা মো. এমরান আলী বলেন, বন বিভাগের শালগজারি গাছ কাটার অভিযোগে বন আইনে মামলা হয়েছে। কিছু গাছও জব্দ করা হয়েছে ।

তবে গাছ ব্যবসায়ী আজাহার উদ্দিন বলেন, আমি ওই জমির মালিক তোয়াজ উদ্দিনের কাছ থেকে ৩ লক্ষ ৮০ হাজার টাকায় শালগজারি গাছ ক্রয় করেছি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১