বাংলাদেশের খবর

আপডেট : ১২ এপ্রিল ২০১৯

ধর্ম নিয়ে কটূক্তিকারী জবি শিক্ষার্থী‍ দুই দিনের রিমান্ডে


সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্ম নিয়ে কটূক্তিকারী জবি শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। আটককৃত ফরহাদ হোসাইন ফাহাদ জগন্নাথ বিশ্বাবিদ্যালয়ের বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। শুক্রবার সকালে পুরান ঢাকার শাঁখারী বাজার এলাকা থেকে তাকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ। পরে তাকে আদালতে হাজির করে পাচঁ দিনের রিমান্ড চাইলে আদালত দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বলে নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী এসআই রুবেল খান।

জানা যায়, একটি বেসরকারী টেলিভিশন চ্যানেলের ফেসবুক পেইজে শেয়ার করা সংবাদের নিচে ‘ফরহাদ এইচ ফাহাদ’ নামের অ্যাকাউন্ট থেকে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করে। এর বেশ কয়েকটি স্ক্রিনশট ছড়িয়ে পড়লে ফাহাদের শাস্তির দাবিতে ক্যাম্পাসে মিছিল-সমাবেশ করে শুরু করে ধর্মভিত্তিক ছাত্র সংগঠন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। গত ৮ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের নেতা নূর-ই-আলম কোতয়ালি থানায় ফাহাদের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে ডিজিটাল নিরাপত্তা আইন- ২০১৮ এর ২৫,২৮ ও ৩১ ধারায় একটি মামলা দায়ের করেন। এই মামলার জেরে ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের চিঠি পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।

মামলা হওয়ার আগে ফাহাদ দাবি করে আসছেন, যে মন্তব্যের জন্য তার বিরুদ্ধে মামলা হয়েছে, তা তিনি করেননি। তাকে ফাঁসানোর জন্য তার নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে এটা করা হয়েছে।
ফাহাদ ওই মন্তব্য করার কথা অস্বীকার করলেও কেন তাকে গ্রেফতার করতে চিঠি দেওয়া হয়েছে জানতে চাইলে প্রক্টর নূর বৃহস্পতিবার বলেছিলেন, “এই কমেন্টগুলো সে করেছে আমরা নিশ্চিত হয়েছি। সে ইসলামবিরোধী কথাবার্তা বলেছে বলে আমরা পুলিশকে তাকে গ্রেফতার করতে বলেছি।”

তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি মশিউর রহমান ‘গতরাতে আমরা ফাহাদকে গ্রেফতার করেছি। পরে তাকে কোর্টে তোলা হলে দুদিনের রিমান্ড দেয় আদালত।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১