বাংলাদেশের খবর

আপডেট : ১৩ এপ্রিল ২০১৯

নিহত নির্বাচনকর্মীদের পরিবার পাবে ১০ লাখ টাকা

নির্বাচন কমিশন (ইসি) সংরক্ষিত ছবি


একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে ভোটের দায়িত্ব পালন করতে গিয়ে যেসব কর্মকর্তা মারা গেছেন, তাদের পরিবারকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সচিব হেলালুদ্দীন আহমদ গণমাধ্যমকে বলেন, উপজেলা নির্বাচনে বাঘাইছড়িতে হামলার ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে। তাদের প্রত্যেকের পরিবারকে সাড়ে ৫ লাখ টাকা করে দেওয়া হয়েছে। এটা অপ্রতুল মনে করে নির্বাচন কমিশন সেটা বাড়িয়ে ১০ লাখ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে।

ইসি সচিব জানান, দুর্ঘটনা বা অন্য কোনো কারণে যেসব ভোটগ্রহণ কর্মকর্তা শারীরিকভাবে অক্ষম হয়েছেন, তাদেরকে সর্বোচ্চ চার লাখ টাকা এবং কারও অঙ্গহানি হয় বা গুরুতর আহত হয়ে থাকেন, তাদেরকে সর্বোচ্চ দুই লাখ টাকা দেওয়া হবে।

গত ১৮ মার্চ উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ শেষে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার তিনটি কেন্দ্র থেকে নির্বাচনকর্মীরা ফেরার পথে তাদের ওপর সশস্ত্র হামলা হয়। বাঘাইছড়ি-দিঘিনালা সড়কের নয় মাইল এলাকায় ওই হামলায় দুই পোলিং কর্মকর্তা, চার আনসার-ভিডিপি সদস্যসহ সাতজন নিহত হন। পরে হাসপাতলে মারা যান আরও একজন।

সিইসি কেএম নুরুল হুদা গত রোববার রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা পরিষদে এক অনুষ্ঠানে নিহত ৭ জনের পরিবারকে সাড়ে ৫ লাখ টাকা করে দেন। এছাড়া গুরুতর আহত ১৪ জনকে ১ লাখ টাকা করে অনুদান দেন তিনি। ভোটের দায়িত্ব পালনকালে বান্দরবানের লামা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত আনসার সদস্য হাফিজা বেগমের পরিবারকেও সাড়ে ৫ লাখ টাকা দেওয়া হয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে।

গত ৩১ মার্চ মুন্সীগঞ্জে উপজেলা নির্বাচনের ভোট শেষে ফেরার পথে নারায়ণগঞ্জে কালবৈশাখী ঝড়ে ট্রলার ডুবে তিনজনের মৃত্যু হয়। এছাড়া বাঘাইছড়িতে আহত আরও একজন মারা যান হাসপাতালে। তাদের প্রত্যেকের পরিবারকেও অনুদান দেওয়ার কথা জানান ইসি সচিব।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১