বাংলাদেশের খবর

আপডেট : ২২ এপ্রিল ২০১৯

গোপালগঞ্জে ৩ মিষ্টির দোকানকে ৯ হাজার টাকা জরিমানা


গোপালগঞ্জের মুকসুদপুরে ওজনে কম দেয়ার অভিযোগে তিন মিষ্টির দোকানকে ৯ হাজার টাকা জরিমানা করা করেছে ভাক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, গোপালগঞ্জ-এর সহকারী পরিচালক শামীম হাসান এ জরিমানা করেন।

জানা গেছে, মুকসুদপুর উপজেলার জলিরপাড় বাজারে মেসার্স রবি মিষ্টান্ন ভাণ্ডার, মেসার্স গনেশ পাগল মিষ্টান্ন ভাণ্ডার ও মেসার্স দিলীপ কুণ্ডু স্টোরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, গোপালগঞ্জ-এর সহকারী পরিচালক শামীম হাসানের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশ, প্যাকেটের ওজন দেওয়া ও মূল্য তালিকা না টাঙ্গানো অপরোধে মেসার্স রবি মিষ্টান্ন ভাণ্ডারকে ৫ হাজার, মেসার্স গনেশ পাগল মিষ্টান্ন ভাণ্ডারকে ২ হাজার ও মেসার্স দিলীপ কুণ্ডু স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১