বাংলাদেশের খবর

আপডেট : ২৪ এপ্রিল ২০১৯

নুসরাতের ময়নাতদন্ত প্রতিবেদন এ সপ্তাহেই

নুসরাত জাহান রাফি ছবি : সংগৃহীত


নির্মম হত্যাকাণ্ডের শিকার ফেনীর সোনাগাজীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফির ময়নাতদন্তের প্রতিবেদন এ সপ্তাহেই দেওয়া হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। গত ১১ এপ্রিল নুসরাতের ময়নাতদন্ত করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক সোহেল মাহমুদ গতকাল মঙ্গলবার গণমাধ্যমকে বলেন, দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে মারা যাওয়া নুসরাতের ময়নাতদন্তের প্রতিবেদন এ সপ্তাহেই দেওয়া হবে।

গত ৬ এপ্রিল সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার প্রশাসনিক ভবনের ছাদে নুসরাতের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে  দেয় দর্বৃত্তরা। সঙ্কটজনক অবস্থায় ওই দিনই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১০ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে মারা যান নুসরাত। তার শরীরের ৮০ শতাংশ পুড়ে যায় বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। পরদিন তার ময়নাতদন্ত করা হয়।

এর আগে নুসরাতকে শ্লীলতাহানির অভিযোগে গত ২৭ মার্চ সোনাগাজী মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদদৌলার বিরুদ্ধে মামলা হয়। মামলা তুলে নিতে রাজি না হওয়ায় নুসরাতকে প্রশাসনিক ভবনের (সাইক্লোন শেল্টার) ছাদে কৌশলে ডেকে নিয়ে তার শরীরে আগুন লাগিয়ে দেওয়া হয়।

পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) জানায়, নুসরাত হত্যা মামলায় এখন পর্যন্ত ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ১৮ জনকে রিমান্ডে নেওয়া হয়েছে। এ মামলায় এখন পর্যন্ত ৮ জন ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১