বাংলাদেশের খবর

আপডেট : ২৫ এপ্রিল ২০১৯

পৌনে ২ ঘণ্টা পর বসেছিল সংসদ অধিবেশন

জাতীয় সংসদ সংরক্ষিত ছবি


একাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন গতকাল বুধবার বিকাল ৫টার পরিবর্তে সন্ধ্যা পৌনে ৭টায় বসেছিল। এছাড়া গতকাল বিকাল ৪টায় সংসদের কার্যউপদেষ্টা কমিটির যে বৈঠক হওয়ার কথা ছিল, সেটা আজ বৃহস্পতিবার একই সময়ে হবে।

একাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন গতকাল শুরু হয়েছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ৩ এপ্রিল এ অধিবেশন আহ্বান করেছেন।

অধিবেশনের সময়সূচি পরিবর্তনের কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরীর জানাজা ও দাফনের জন্য সংসদের সূচিতে এই পরিবর্তন আনা হয়েছিল।

জানা গেছে, সংবিধান অনুযায়ী সংসদের এক অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে আরেক অধিবেশন বসতে হবে। সেই ৬০ দিনের সাংবিধানিক বাধ্যবাধকতার জন্যই এ অধিবেশন আহ্বান করা হয়েছে।

জুনে বাজেট অধিবেশনের আগে এ অধিবেশন ডাকা হয়েছে। ফলে আসন্ন অধিবেশন সংক্ষিপ্ত হতে পারে।

প্রসঙ্গত, গত রোববার শ্রীলঙ্কায় ভয়াবহ বোমা হামলায় নিহত হয় জায়ান চৌধুরী। এ সময় তার বাবা প্রিন্স গুরুতর আহত হন। তিনি শ্রীলঙ্কার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১