বাংলাদেশের খবর

আপডেট : ২৮ এপ্রিল ২০১৯

'নির্যাতনে ২৭১ শিশুর মৃত্যু হয়েছে ২০১৮ সালে'


দেশব্যাপী ধর্ষণ, যৌন হয়রানি ও শারীরিক নির্যাতনের কারণে ২০১৮ সালে ২৭১টি শিশুর মৃত্যু হয়েছে বলে এক গবেষণা প্রতিবেদনে জানিয়েছে মানুষের জন্য ফাউন্ডেশন। এর পাশাপাশি গত এক বছরে ১ হাজার ৬ শিশুকে ধর্ষণ, অপহরণ এবং নিপীড়নের চেষ্টা করা হয়েছিলো বলে ওই প্রতিবেদনে উঠে এসেছে।

আজ রোববার জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশের শিশুদের অবস্থা: সংবাদপত্রের পাতা থেকে' শীর্ষক এক সংবাদ সম্মেলনে বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন এ পরিসংখ্যান প্রকাশ করেছে।

দেশের ছয়টি জাতীয় সংবাদপত্র প্রথম আলো, যুগান্তর, সমকাল, ইত্তেফাক, দ্য নিউ এজ এবং দ্য ডেইলি স্টার-এ প্রকাশিত প্রতিবেদন বিশ্লেষণ করে জরিপটি করা হয়েছে।

জরিপ অনুযায়ী, ১২৯টি শিশু তাদের শিক্ষকের হাতে নির্যাতিত হয়েছে। তাদের মধ্যে ৭০ জন শিশু শারীরিকভাবে নির্যাতিত হয়েছে, ৩৩ জন যৌন হয়রানির শিকার এবং ১৭ জন শিক্ষকের কাছে ধর্ষণের শিকার হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১