বাংলাদেশের খবর

আপডেট : ৩০ এপ্রিল ২০১৯

ঐশীর প্রশংসা করলেন শুভ


পুলিশি অ্যাকশন থ্রিলার সিনেমা ‘মিশন এক্সট্রিম’ নিয়ে রাজধানীর গুলশান এলাকার একটি রেস্তোরাঁয় গতকাল সোমবার আয়োজন করা হয়েছিল সংবাদ সম্মেলন। সেখানে ঐশীর প্রশংসা করেন চিত্রনায়ক আরেফিন শুভ। তিনি বলেন, ‘সে (ঐশী) খুবই ভালো শিল্পী। তার সেই গুণ আছে। আর শুটিংয়ে আমরা সবাই একে অপরকে সহযোগিতা করার চেষ্টা করেছি। বিশেষ করে ধন্যবাদ দিতে চাই তারিক আনাম খানকে। তিনি অনেক বড় একজন অভিনেতা, সেটা বলার অপেক্ষা রাখে না। তিনি নিয়মিত আমাদের সময় দিয়েছেন। এমনকি হোয়াটসঅ্যাপে তিনি অভিনয়ের টোন, সুর, লয় এমনভাবে বলে দিতেন, তিনি না থাকলে অনেক কিছুই অজানা থেকে যেত। সানী সানোয়ার, ফয়সাল আহমেদ, তাসকিন, নাবিলা সাদিয়া, মনোজ, রাশেদ অপুসহ সবাইকে আমি ধন্যবাদ দিতে চাই। এটি আসলে নায়ক বা নায়িকার ছবি নয়। এটি সবার চলচ্চিত্র।’

ঐশী বলেন, ‘শুরু থেকেই মিডিয়া আমাকে এত সুন্দরভাবে গ্রহণ করেছে, যা আমার কাছে স্বপ্নের মতো। শুটিং ইউনিটেও এই বিষয়টি পেয়েছি। আর সবার ছোট হওয়ায় সবাই আমাকে আলাদাভাবে মূল্যায়ন করতেন। একেবারে বাচ্চার মতো সবাই দেখতেন। এর সুবিধা ও অসুবিধা দুটোই আছে। তবে আমি সুবিধাটাই বেশি উপভোগ করেছি।’

‘মিশন এক্সট্রিম’-এর কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সানী সানোয়ার। পরিচালক সানী সানোয়ার জানান, ছবিটির বাংলাদেশ অংশের কাজ শেষ। এবার দেশের বাইরে এর দৃশ্যধারণ হবে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১