বাংলাদেশের খবর

আপডেট : ৩০ এপ্রিল ২০১৯

জিয়া চ্যারিটেবল মামলা

খালেদা জিয়ার আপিল শুনানি আজ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছবি : সংগৃহীত


জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিচারিক আদালতের দেওয়া দণ্ড থেকে খালাস চেয়ে খালেদা জিয়ার করা আপিল শুনানির জন্য গ্রহণ করা হবে কিনা, সে বিষয়ে আজ মঙ্গলবার আবেদনের শুনানির দিন ধার্য করেছেন হাইকোর্ট।

জানা গেছে, বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চে শুনানির জন্য কার্যতালিকায় ৪ নম্বরে রাখা হয়েছে।

এ বিষয়ে খালেদা জিয়ার প্যানেল আইনজীবী এ কে এম এহসানুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার সাত বছর সাজা হয়। এ রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছে। মঙ্গলবার আপিল ও জামিনের শুনানি অনুষ্ঠিত হবে।’

গত বছরের ২৬ নভেম্বর নিম্ন আদালতে সাত বছরের সাজার বিরুদ্ধে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি জমা দেন তার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল। আবেদনটি সাতশরও বেশি পৃষ্ঠার বলে তিনি জানান।

উল্লেখ্য, গত বছরের ২৯ অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। এ ছাড়াও তাকে ১০ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১