বাংলাদেশের খবর

আপডেট : ০১ মে ২০১৯

পারবেন মেসি?


ক্লাব ক্যারিয়ারে এখন পর্যন্ত ১০টি লা লিগা, ৪টি চ্যাম্পিয়ন্স লিগ, ৬টি কোপা দেল রে, ৮টি সুপারকোপা, ৩টি ইউরোপিয়ান সুপার কাপ আর ৩টি ক্লাব বিশ্বকাপ জেতার স্বাদ পেয়েছেন আর্জেনটাইন বিশ্ব তারকা লিওনেল মেসি। সব মিলিয়ে ৩৪টি শিরোপা জেতা মেসিকে বলা হচ্ছে ‘ট্রফি মেশিন’। সর্বশেষ লেভান্তেকে হারিয়ে বার্সেলোনার হয়ে দশম লিগ শিরোপা জেতার পর মেসির সামনে অপেক্ষা করছে আরো এক বিশাল কীর্তি। তবে এই কীর্তিতে তার সামনে আছেন ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি রায়ান গিগস।

সাবেক এই ওয়েলস তারকা ওল্ড ট্রাফোর্ডে ১৯৯০-৯১ মৌসুম থেকে ২০১৪ সাল পর্যন্ত কাটিয়ে ৩৬টি ট্রফি জিতেছিলেন। রেড ডেভিলসদের হয়ে ১৩টি প্রিমিয়ার লিগ শিরোপা, ১০টি কমিউনিটি শিল্ড, ৪টি লিগ কাপ, ৪টি এফএ কাপ, ২টি চ্যাম্পিয়ন্স লিগ, ১টি ইউরোপিয়ান সুপার কাপ, ১টি ইন্টারকন্টিনেন্টাল কাপ এবং ১টি ক্লাব বিশ্বকাপ জেতার স্বাদ পেয়েছিলেন গিগস।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১