বাংলাদেশের খবর

আপডেট : ০২ মে ২০১৯

দেশের অভ্যন্তরীণ সকল রুটে নৌযান চলাচল বন্ধ


ঘূর্ণিঝড় ফণী’র প্রভাবে দেশের অভ্যন্তরীণ রুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার সাগর উত্তাল থাকায় এরইমধ্যে গভীর সমুদ্র থেকে তীরে ফিরতে শুরু করেছে মাছ ধরার ট্রলারগুলো।

তবে এরই মধ্যে কয়েকটি মাছ ধরার ট্রলার নিখোঁজ রয়েছে। উপকূলীয় জেলার সাইক্লোন সেল্টারগুলো পুরোপুরি প্রস্তুত রাখা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্যোগ মোকাবিলায় নেয়া হয়েছে সবধরনের ব্যবস্থা। এদিকে, ফণীর প্রভাবে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরের সব কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে বন্দর কর্তৃপক্ষ।

জেটিতে থাকা জাহাজগুলোকে বহির্নোঙ্গরে পাঠিয়ে দেয়া হচ্ছে। পণ্য উঠানামার ক্রেনগুলোকে বেঁধে রাখার নির্দেশ দেয়া হয়েছে। সাগর উত্তাল থাকায় কক্সবাজারেও সমুদ্র থেকে তীরে আসতে শুরু করেছে মাছ ধরারা ট্রলারগুলো। দুর্যোগ মোকাবিলায় বরিশাল জেলা প্রশাসন কার্যালয়ে জরুরি সভা করেছে স্থানীয় প্রশাসন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১