বাংলাদেশের খবর

আপডেট : ০২ মে ২০১৯

উন্নত রাষ্ট্র ও জাতি গঠন বিষয়ে কলমাকান্দায় প্রেস ব্রিফিং


উন্নত রাষ্ট্র ও জাতি গঠন বিষয়ে জনগণকে উদ্বুদ্ধ ও সম্পৃক্তকরণের লক্ষ্যে বিশেষ প্রচার কার্যক্রমের অংশ হিসেবে নেত্রকোণার কলমাকান্দায় প্রেস বিফ্রিং অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের হল রুমে উপজেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে প্রেস ব্রিফিং এ বক্তব্য দেন, জেলা তথ্য কর্মকর্তা মো. মোখলেছুর রহমান।

এ সময় কলমাকান্দা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফখরুল আলম খসরু, সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুর রশিদ আখন্দ, নির্বাহী সহ-সভাপতি মো. জাফর উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন সিরাজীসহ প্রেসক্লাবের সদস্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় জেলা তথ্য কর্মকর্তা মো. মোখলেছুর রহমান বলেন, আগামী ২০২১ সালের মধ্যে এ দেশ থেকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত মধ্যম আয়ের দেশে পরিণত’র পাশাপাশি ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এছাড়া, দরিদ্র জনগোষ্ঠিকে ঋণ ও প্রশিক্ষণ দিয়ে তাদের স্বাবলম্বী করে গড়ে তুলতে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১