বাংলাদেশের খবর

আপডেট : ০২ মে ২০১৯

এমসিসির প্রেসিডেন্ট হচ্ছেন কুমার সাঙ্গাকারা


মেরিলেবোর্ন ক্রিকেট গ্রাউন্ড এমসিসির প্রেসিডেন্ট হতে যাচ্ছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা। এতে ব্রিটেনের বাইরে প্রথম ক্রিকেটার হিসেবে মর্যাদাপূর্ণ আসনে অধিষ্ঠিত হতে যাচ্ছেন তিনি। এমসিসি’র বার্ষিক সাধারণ সভা শেষে পরবর্তী সভাপতি হিসাবে সাঙ্গাকারার নাম ঘোষণা করেন বর্তমান প্রেসিডেন্ট অ্যান্থনী৷

এর আগে ২০১২ সালে এমসিসির আজীবন সদস্য পদ লাভ করেন সাঙ্গাকারা। সেই বছরই ক্লাবটির ওয়ার্ল্ড ক্রিকেট কমিটিতে কাজ করার সুযোগ পান তিনি। শেষমেশ এমসিসি’র শীর্ষপদে আসীন হতে চলেছেন তিনি৷ সাঙ্গাকারা সভাপতির দায়িত্বভার গ্রহণ করবেন আগামী অক্টোবরে৷ মেয়াদ শেষ হবে ২০২০ সালের সেপ্টেম্বর মাসে৷

এমসিসি’র প্রেসিডেন্ট হওয়াকে অনন্য সম্মান হিসাবে গ্রহণ করেছেন সাঙ্গা৷ এপ্রসঙ্গে তিনি বলেন, ‘এটা আমার কাছে একটা দূর্লভ সম্মান৷ এমসিসি সভাপতি হিসাবে কাজ করার জন্য মুখিয়ে রয়েছি৷’

সাঙ্গাকারা আরো বলেন, ‘আমার কাছে এমসিসি বিশ্বের সেরা ক্রিকেট ক্লাব৷ শুধু বিশ্বব্যপী প্রসারের জন্যই নয়, ক্রিকেটের বিস্তার ও উৎকর্ষতায় সক্রিয় ভূমিকা নেওয়ার জন্য৷ ২০২০ সালটা ক্রিকেটের অন্যতম বছর হতে চলেছে৷ বিশেষ করে লর্ডসে৷ এমসিসি’র সভাপতি হিসাবে ক্রিকেটের উন্নতিতে অবদান রাখার কথা ভেবে আমি রোমাঞ্চিত৷’

১৭৮৭ সালে প্রতিষ্ঠিত হওয়া এমসিসির হেডকোয়ার্টার হল ঐতিহ্যশালী লর্ডস৷ ক্রিকেটের আন্তর্জাতিক নিয়ামক সংস্থা হিসাবে এমসিসি’র নিয়মাবলিকেই স্বীকৃতি প্রদান করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল৷


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১