বাংলাদেশের খবর

আপডেট : ০৩ মে ২০১৯

মিনারের গানের গল্পে নায়ক-নায়িকা নিশো-মেহজাবীন


সঙ্গীতশিল্পী মিনারের গানের গল্পের নায়ক-নায়িকা হলেন সময়ের অন্যতম দুই টিভিমুখ আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী।

‘রং পেন্সিল’ নামের বিশেষ এই কাজটি উন্মুক্ত হলো ৩০ এপ্রিল, ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে।

মিনারের গাওয়া এই গানটির দুটি লাইন এমন, ‘রং পেন্সিল তোকে কাটতে পারি না কোনো শার্পনারে/যদি তুই ভেঙে যাস/ রং পেন্সিল তোকে রাঙাতে পারি না মন ক্যানভাসে/ যদি তুই ক্ষয়ে যাস।’ এমন কাব্যময় কথাগুলো লিখেছেন ওমর ফারুক। সুর ও সঙ্গীতায়োজনে ছিলেন অমিত চ্যাটার্জি।

গানটির কথার সূত্র ধরে এর গল্পনির্ভর দৃশ্য সাজিয়েছেন মাহমুদুর রহমান হিমি। যেখানে নায়ক আর নায়িকা হিসেবে জুটি বাঁধলেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী।

‘রং পেন্সিল’ প্রসঙ্গে মিনার বলেন, ‘বেশ কিছুদিন আগে গানটিতে কণ্ঠ দিই। এটি একটি কাব্যনির্ভর কথাভিত্তিক গান। কথা, সুর ও সঙ্গীত মিলিয়ে গানটি চমৎকার হয়েছে। ভিডিওটিও রুচিশীল হয়েছে। আশা করছি গানটি শ্রোতাদের ভালো লাগবে।’

ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলের পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাচ্ছে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক ও বাংলালিংক ভাইবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১