বাংলাদেশের খবর

আপডেট : ০৪ মে ২০১৯

সেপ্টেম্বরে চাঁদে মহাকাশ যান নামাবে ভারত


কয়েক মাসের মধ্যে চাঁদের বুকে মহাকাশ যান নামানোর চেষ্টা করবে ভারত, এমনটাই জানিয়েছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অরগানাইজেশন (ইসরো)।

ব্রিটিশ ট্যাবলয়েড মিররের প্রতিবেদনে বলা হয়, চান্দ্রায়ান-২ (‘চন্দ্রযান’-এর সংস্কৃত উচ্চারণ) নামের মহাকাশ যানটি জুলাই মাসে উৎক্ষেপণ করা হবে, আর সেপ্টেম্বর মাসে এটি চাঁদে পৌঁছাবে।

ইসরো’র পক্ষ থেকে এক টুইট বার্তায় বলা হয়, আমরা একটি দারুণ মিশনের জন্য প্রস্তুত, চান্দ্রায়ান-২ জুলাইয়ের ৯ থেকে ১৬ তারিখের মধ্যে উৎক্ষেপণ করা হবে, চাঁদে অবতরণ করবে ২০১৯ সালের ৬ সেপ্টেম্বর।
তিনটি মডিউল রাখা হয়েছে চান্দ্রায়ান-২-এ। একটি অরবিটার, ভিকরাম (বিক্রম) নামের ল্যান্ডার এবং প্রাগইয়ান (প্রজ্ঞান) নামের রোভার। চাঁদে পৌঁছানোর পর অরবিটার থেকে বিচ্ছিন্ন হয়ে দক্ষিণ মেরুতে নামবে ল্যান্ডার। এরপর ল্যান্ডার থেকে বের হয়ে চাঁদের বুকে বিচরণ করবে রোভার।

চাঁদে বৈজ্ঞানিক পরীক্ষা চালাবে রোভার। ল্যান্ডার এবং মডিউলেও বৈজ্ঞানিক পরীক্ষা চালানোর জন্য যন্ত্রাংশ থাকবে।

এবার দিয়ে দ্বিতীয়বারের মতো চাঁদে কোনো মহাকাশ যান পাঠানোর উদ্যোগ নিচ্ছে ভারত।

২০০৮ সালে চাঁদে একটি মহাকাশ যান পাঠিয়েছিল ইসরো। চাঁদে নামার বদলে লুনার স্যাটেলাইটের কক্ষপথেই ঘুরছিল এটি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১