বাংলাদেশের খবর

আপডেট : ০৫ মে ২০১৯

চৌদ্দগ্রামে জেনারেটর বোঝাই পিকআপ উল্টে নিহত দুই, আহত ২

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ ফালগুনকার এলাকার দূর্ঘটনা কবলিত পিকআপ ছবি : বাংলাদেশের খবর


কুমিল্লার চৌদ্দগ্রামে জেনারেটর বোঝাই পিকআপ উল্টে দুই শ্রমিক নিহত ও অপর দুইজন আহত হয়েছেন।

নিহতরা হলেন- ভোলা জেলা সদরের বাংলা বাজার এলাকার মৃত ওয়াব মিয়ার ছেলে আবুল বাসার বাসু(৪০) ও জেলার বড়নদী থানার মাইনকার হাট গ্রামের মন্তাজ মিয়া(৫০)। রোববার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার এসআই মিলন মল্লিক।

তিনি জানান, শনিবার সন্ধ্যায় ঢাকা থেকে একটি জেনারেটর বোঝাই করে চট্টগ্রাম যাচ্ছিল দ্রুতগামী পিকআপ (ঢাকা মেট্রো-ড-১১-৪৭২৬)। পথিমধ্যে রাত একটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ ফালগুনকরা এলাকায় পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে পিকআপের উপরে থাকা শ্রমিক মন্তাজ মিয়া ও আবুল বাসার বাসু ঘটনাস্থলে নিহত হন। আহত হন শ্রমিক ভোলা সদরের দক্ষিণ দীঘলদী গ্রামের হাসেম ব্যাপারীর ছেলে জামাল হোসেন(৪২) ও একই জেলার মনপুরা থানার চরজমিন গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে মোঃ তৈয়ব(২৮)। এ সময় প্রাণে বেঁচে পালিয়ে যায় পিকআপ চালক ও হেলপার। আহত দুইজনই স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেয়।

দূর্ঘটনার খবর পেয়ে লাশ, পিকআপ ও জেনারেটরটি উদ্ধার শেষে থানায় আনা হয়েছে। রোববার দুপুরে নিহতদের স্বজনদের কাছে লাশগুলো হস্তান্তর করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১