বাংলাদেশের খবর

আপডেট : ০৬ মে ২০১৯

প্রধানমন্ত্রীর নির্দেশে ফণীতে ক্ষতিগ্রস্তদের সহায়তা শুরু


প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে ক্ষয়ক্ষতি নিরূপণ করে ক্ষতিগ্রস্তদের  সহায়তা শুরু হয়েছে। গতকাল রোববার প্রধানমন্ত্রীর দফতর বিষয়টি নিশ্চিত করে।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড়জনিত কারণে নিহতদের রুহের মাগফিরাত কামনা এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। প্রধানমন্ত্রী প্রশাসনের পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর নির্দেশে সংশ্লিষ্ট এলাকার উপজেলা ও জেলা প্রশাসন, সরকারের বিভিন্ন বিভাগ, জনপ্রতিনিধি এবং বেসরকারি সংস্থাগুলো ইতোমধ্যে ক্ষয়ক্ষতি নিরূপণে সরেজমিনে মাঠে নেমেছে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনীর সদস্যরাও ক্ষতিগ্রস্ত কাজ করছেন। ক্ষয়ক্ষতি নিরূপণে সহায়তা করতে রোববার বিমানবাহিনী হেলিকপ্টারযোগে উপকূলীয় এলাকায় জরিপকাজ পরিচলনা করে। 

রোববার সকালে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান ফণীর আঘাত-পরবর্তী করণীয় বিষয়ে  ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। তিনি কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ক্ষতিগ্রস্ত জেলাগুলোর প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ প্রদানের নির্দেশ দেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১