বাংলাদেশের খবর

আপডেট : ০৬ মে ২০১৯

বাংলাদেশে আইএস নামে কোনো সংগঠনের অস্তিত্ব নেই : স্বরাষ্ট্রমন্ত্রী


বাংলাদেশে আইএস নামের কোনো সংগঠনের অস্তিত্ব নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। আজ সোমবার কুষ্টিয়া স্টেডিয়াম মাঠে মাদকবিরোধী ও সম্প্রীতি সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে কুষ্টিয়া জেলার ২২২ জন চিহ্নিত মাদক কারবারীদের আত্মসমর্পণ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,  বাংলাদেশে আইএস নামে কোনো সংগঠনের অস্তিত্ব নেই। এটি আন্তর্জাতিক চক্রান্ত্র ও ষড়যন্ত্রের অংশ। দেশে পথ হারানো কিছু বিপথগামী মানুষ এই সংগঠনটির নাম ব্যবহার করে হিরো সাজার চেষ্টা করছে।

মাদক কারবারীদের কোনো ছাড় দেওয়া হবে না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,  মাদক কারবারীরা দেশ এবং জাতির শত্রু। এদের খুঁজে খুঁজে বের করে বাংলার মাটি থেকে নির্মুল করা হবে। আজ যারা সারেন্ডার করেছেন আপনারাই জানেন কারা আপনাদের কাছ থেকে মাদক কিনেছে, তদেরকেও ধরিয়ে দিন।

তিনি বলেন, সরকারের আহ্বানে সাড়া দিয়ে যারা আত্মসমর্পণ করবেন তাদের প্রতি সহনশীল হবেন সরকার। আর যারা আত্মসমর্পণ করবেন না তাদের কঠোরভাবে দমন করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, যারা মাদক ব্যবসা করবে তাদের জীবনের চরম পরিণতি ভোগ করবে। মাদক ব্যবসা করে সমাজ ধ্বংস করবে আর আমরা বসে বসে দেখবো, সেটা কখনো হবে না।

কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। প্রধান আলোচক ছিলেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা প্রশাসক আসলাম হোসেন, জেলা আওয়ামীলীগের সভাপতি সদর উদ্দিন খান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান আতা প্রমুখ । অনুষ্ঠানে সভপতিত্ব করেন কুষ্টিয়া পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত পিপিএম (বার)। সার্বিক পরিচালনা করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার জহিরুল ইসলাম।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১