বাংলাদেশের খবর

আপডেট : ০৭ মে ২০১৯

শিশুদের মেশিনে ঢুকিয়ে এক্স-রে


শিশুদের এক্স-রে করার দরকার হলে বেশ সমস্যায় পড়তে হয়। নড়াচড়া যেন না করতে পারে তাই জোর করে তাদের ধরে রাখা হয়। কিন্তু তাতে যদি কাজ না হয় তাহলে তার সমাধান অনেকের জানা থাকে না। তবে এই সমস্যা সমাধানের অদ্ভুত একটি উপায় পাওয়া গেছে।

সম্প্রতি টুইটারে পোস্ট হওয়া এ-সংক্রান্ত একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, স্বচ্ছ একটি টিউবের ভেতর দাঁড় করিয়ে রাখা হয়েছে শিশুদের। পেছনে রয়েছে এক্স-রে মেশিন। শিশুরা যাতে নড়তে না পারে তার জন্য হাত দুটিকে ওপরের দিকে করে টিউবে রাখা হয়েছে।

ছবিগুলো টুইটারে পোস্ট হওয়ার পরপরই ভাইরাল হয়েছে। ইতোমধ্যে সেই ছবি প্রায় এক লাখ মানুষ শেয়ার করেছেন, আর তাতে লাইক পড়েছে চার লাখ। তবে ছবি দেখেই বোঝা যাচ্ছে, এতে মোটেই খুশি হয়নি শিশুরা। তাদের কোনো ক্ষতি হবে না বলেও জানানো হয়েছে।

তবে অদ্ভু্ভত এই উপায় নিয়ে একেকজন একেক রকম মন্তব্য করেছেন। কেউ কেউ এটা নিয়ে মজা করেছেন। তবে এমন সমাধানে অনেকেই খুশি হননি। শিশুদের এমন একটি টিউবে বদ্ধ করে রাখার ব্যাপারটিকে তারা অমানবিক বলে অভিহিত করেছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১