বাংলাদেশের খবর

আপডেট : ১০ মে ২০১৯

চলতি মাসেই আসছে রিয়েলমি এক্স


চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি নতুন একটি স্মার্টফোন বাজারে আনতে যাচ্ছে। ফোনটির নাম হবে রিয়েলমি এক্স। বেইজিংয়ের এক ইভেন্ট আগামী ১৫ মে ফোনটি বাজারে আনার ঘোষণা দেওয়া হবে বলে জানা গেছে। তবে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার আগেই ফোনটি সম্পর্কে বেশ কিছু তথ্য প্রকাশ করেছে রিয়েলমি। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ফোনটিতে থাকবে দ্বিতীয় প্রজন্মের অপটিকাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। নতুন সেন্সরে ফিঙ্গারপ্রিন্ট রিকগনিশন এরিয়া ৪৪ শতাংশ বাড়ানো হয়েছে। এছাড়া তারা জানিয়েছে, ফোনটিতে থাকবে ৪৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা।

এর আগে ওয়েবসাইট টিনায় ফাঁস হওয়া তথ্যে জানা গেছে, ফোনটিতে থাকবে ৬ দশমিক ৫ ইঞ্চি ডিসপ্লে, যার রেজুলেশন হবে ১০৮০ বাই ২৩৪০ পিক্সেল। এতে থাকবে ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ। ব্যাকআপের জন্য এতে থাকবে ৩৬৮০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যা ভুক ৩.০ ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে। ফোনটি কালো-নীল ও সাদা রঙে বাজারে আসবে।

আগামী ১৫ মে রিয়েলমি এক্সের সঙ্গে ঘোষণা আসে রিয়েলমি এক্স ইয়ুথ সংস্করণের। এটি গত মাসে ভারতের বাজারে আসে রিয়েলমি ৩ প্রো নামে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১