বাংলাদেশের খবর

আপডেট : ১১ মে ২০১৯

অ্যান্ড্রয়েডে চলছে ২৫০ কোটি ডিভাইস


বিশ্বে বর্তমানে প্রায় ২৫০ কোটি ডিভাইস চলছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে। গুগল তাদের বার্ষিক ডেভেলপার সম্মেলন আইও তে এমন তথ্য জানিয়েছে। সম্মেলনে অ্যান্ড্রয়েডের সিনিয়র ডিরেক্টর স্টিফ্যানি কুথবার্টসন জানিয়েছেন, বিশ্বব্যাপী অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলছে ২৫০ কোটির বেশি ডিভাইস, যা তাদের জন্য নতুন একটি মাইলফলক।
এই মাইলফলকে পৌঁছতে অ্যান্ড্রয়েডের ১০ বছর সময় লেগেছে বলেও জানান তিনি। তবে এই সংখ্যাটি শুধু গুগল প্লে স্টোরের হিসাবের ওপর নির্ভর করে করা হয়েছে। গুগল থেকে অ্যাকাউন্ট লগইন হিসেবে নয়। চীনে এর বাইরেও অসংখ্য ডিভাইস চলে অ্যান্ড্রয়েড সিস্টেমে। তাই ওই হিসাব করতে গেলে এর পরিমাণ আরো বেশি হবে বলে জানান তিনি।
এই সংখ্যার কথা জানানো হয় নতুন অ্যান্ড্রয়েড কিউ ঘোষণার সময়। এই অ্যান্ড্রয়েড কিউ বর্তমানে ২১ ডিভাইসে পাওয়া যাচ্ছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১