বাংলাদেশের খবর

আপডেট : ১২ মে ২০১৯

বুধবার দেশে ফিরছেন ওবায়দুল কাদের


সিঙ্গাপুরে চিকিৎসা শেষে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আগামী ১৫ই মে (বুধবার) দেশে ফিরবেন।

আজ রোববার সকালে সেতু বিভাগের জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ এ তথ্য নিশ্চিত করেছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর বিজি ০৮৫ তে করে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টার দিকে তিনি হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছবেন বলে আশা করা যাচ্ছে। 

সিঙ্গাপুর সময় আজ সকাল সাড়ে ১০টায় দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ওবায়দুল কাদের টেলিফোনে কথা বলে তার দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন।

গেল ৩ মার্চ হঠাৎ অসুস্থ হলে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হন ওবায়দুল কাদের। পরে তার হার্টে তিনটি ব্লক ধরা পড়ে।

৪ মার্চ উন্নত চিকিৎসার জন্য ওবায়দুল কাদেরকে ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেয়া হয়। ৫ এপ্রিল সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেয়া হয়। 
তবে ওই হাসপাতালের কাছেই ভাড়া বাসায় থাকছেন তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১