বাংলাদেশের খবর

আপডেট : ১২ মে ২০১৯

রাজশাহীতে আম পারা শুরু ১৫ মে


রাজশাহীতে চলতি মৌসুমে আম পাড়ার দিন নির্ধারণ করা হয়েছে। আগামী ১৫ মে থেকে শুরু হবে আমা পারা।  আজ রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে ফল সংগ্রহ, সংরক্ষণ ও বাজারজাতকরণ বিষয়ক এক মতবিনিময় সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এস এম আবদুল কাদের।

সভায় সিদ্ধান্ত হয়, ১৫ মে থেকে গুটি আম পাড়া যাবে। এরপর পর্যায়ক্রমে অন্য আম পাড়া যাবে। এর মধ্যে গোপালভোগ ২০ মে, হিমসাগর বা ক্ষীরসাপাত ২৮ মে, লক্ষ্মণভোগ ২৫ মে, ল্যাংড়া ৬ আগামী জুন, আম্রপালি ১৬ জুন, ফজলি ও সুরমা ফজলি ১৬ জুন এবং আশ্বিনা আম পাড়া যাবে আগামী ১ জুলাই থেকে।

এই সভায় রাজশাহীর সব উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, আমচাষি ও আম ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১