বাংলাদেশের খবর

আপডেট : ১২ মে ২০১৯

বেরোবির বাংলা বিভাগের দ্রুত ফল প্রকাশের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান


বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বাংলা বিভাগের দ্রুত ফলাফল প্রকাশের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে।

আজ রোববার কবি হেয়াত মামুদ ভবনের বাংলা বিভাগে দুপুর ২টা থেকে ৩ টা ৩০ মিনিট পর্যন্ত প্রায় দেড় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করে বাংলা বিভাগের ২০১৩-১৪ শিক্ষা বর্ষের শিক্ষার্থীরা।

 বাংলা বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থীরা বলেন , ৩০ মার্চে আমাদের পরীক্ষা শেষ হয়েছে। নিয়মানুযায়ী ৩০ কার্যদিবসের মধ্যে আমাদের ফল প্রকাশের কথা থাকলেও আড়াই মাস পর ও রেজাল্ট দেওয়া হয়নি। ফলে, আমরা কোনো ধরনের চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছি না।

শিক্ষার্থীরা আরো বলেন, আমাদের সঙ্গে যারা এই বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগে ভর্তি হয়েছিল তাদের মাস্টার্স শেষ হওয়ার পথে, অথচ আমাদের অর্নাস  কবে শেষ হবে সেটাই অনিশ্চিত।

এ বিষয়ে কলা অনুষদের ডিন ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. পরিমল চন্দ্র বর্মন এর কাছে বিস্তারিত জানতে চাইলে তিনি এ বিষয়ে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১