বাংলাদেশের খবর

আপডেট : ১৪ মে ২০১৯

চাঁদপুরে ট্রাফিক পুলিশের অভিযান

চাঁদপুরে ট্রাফিক অভিযান পরিচালনা করে চাঁদপুর ট্রাফিক পুলিশ ছবি : বাংলাদেশের খবর


ট্রাফিক আইন না মেনে যানবাহন চলাচল করার কারণে চাঁদপুরে ট্রাফিক অভিযান পরিচালনা করেছেন সদরের দায়িত্বরত ট্রাফিক পুলিশ। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত শহরের বাসস্ট্যান্ড এলাকায় চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে সব ধরনের যানবাহনে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকালে সব ধরনের যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র এবং চালকের লাইসেন্স দেখা হয়। এ সময় অবৈধ অটোরিকশা, মটর সাইকেলসহ বিভিন্ন যানবাহনে ত্রুটি থাকায় ২০টি মামলা ও ৮টি গাড়ীর কাগজপত্র না থাকায় গাড়িগুলো জব্দ করা হয়।

এ ব্যাপারে চাঁদপুর সদর ট্রাফিক ইন্সিপেক্টর (প্রশাসন) মো. ফয়সাল আহমেদ জানান, আমরা সব ধরনের যানবাহনের উপর অভিযান চাালাচ্ছি। অবৈধ কোন যানবাহকেই ছাড় দেওয়া হবে না। আসন্ন ঈদুল ফিতর এর পূর্ব পর্যন্ত সড়কের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

অভিযান পরিচালনা কাজে সহযোগিতা করেন সার্জেন্ট রবিউল হাসান ও খলিলুর রহমান।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১